মালদা

লঙ্কার আচার খেতে ভালো লাগে, এখন সিমলা লঙ্কার চাষ হচ্ছে পুরাতন মালদার ভাবুক ও মহিষবাথানি অঞ্চলে

অনেকের অজান্তে অনেকে অনেক বড় কাজ করে থাকে এই রকমি পুরাতন মালদার ভাবুক, মহিষবাথানি অঞ্চলের কিছু হাতে গোনা চাষি সিমলা লঙ্কার চাষ করে আসছে অনেক দিন ধরেই, তাতে মুনাফা হয় ভালোই, কারন এই লঙ্কা কেনার জন্য দুর থেকে লোকেরা আসে আটমাইল হাটে। সিমলা লঙ্কা সাধারণত লঙ্কার আচার তৈরির কাজে লাগে। কিন্তু ভাবুক মহিষবাথানি অঞ্চলের চাষিদের এবার মাথায় হাত কারন এই লঙ্কা চাষ করতে খরচ হয় অনেক বেশী টাকা কিন্তু এবার বাজার দাম এই এই লঙ্কার অন্যান্য বার ৬০০০ টাকা কুইন্টাল বিক্রি হলেও এবার দাম একে বারে কমে গিয়েছে মাত্র ৩৫০০ টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে এই লঙ্কা, তার মধ্যে বিঘা পতি ফলন কম ও নতুন রোগ এর সংক্রমন হওয়ায় ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছে চাষিরা